হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগড় স্থলবন্দরে ভূমি অধিগ্রহণের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

রামগড় স্থল বন্দরের ভূমি অধিগ্রহণের টাকা বিতরণে অনিয়মের দায়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের একজন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত অধিগ্রহণের টাকা ফেরত দেওয়ার জন্য দুজনকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি জেলা প্রশাসন সূত্র এ বিষয়টি নিশ্চিত করে। 

খাগড়াছড়ি জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রামগড় পৌর শহরের দারোগাপাড়া এলাকার মৃত নিত্যানন্দ হালদারের দুই ছেলে মাইকেল হালদার ও পিলিপস হালদার, জেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে ২৯ লাখ ৮৬ হাজার ৪৭৭ টাকা ছিয়াশি পয়সা বেশি নিয়েছেন। যে টাকার মধ্যে তাঁদের চাচাতো ভাই সায়মন হালদারের অংশ রয়েছে। এ বিষয়ে সহযোগিতা করার দায়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের এল এ শাখার কর্মচারী বীরুলাল চাকমাকে বরখাস্ত করা হয়েছে। 

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. আলিম উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মাইকেল হালদার ও পিলিপস হালদার দুই ভাই জেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে অতিরিক্ত টাকা উত্তোলন করেছেন। ওখানে তাদের চাচাতো ভাই সায়মন হালদারের অংশ রয়েছে। বিষয়টি আমি নিজেই তদন্ত করছি। এ জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় এল এ শাখার কর্মচারী বীরু লাল চাকমাকে বরখাস্ত করা হয়েছে।’ 

এ বিষয়ে অভিযুক্ত পিলিপস হালদার বলেন, ‘আমরা আমাদের টাকা উত্তোলন করেছি। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের একাধিকবার শুনানি হয়েছে।’ 

সায়মন হালদার জানান, ‘রামগড় স্থলবন্দরের ভূমি অধিগ্রহণে আমাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি।’ 

উল্লেখ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. আলিম উল্যাহ ৯ জানুয়ারি ইস্যুকৃত এক চিঠিতে মাইকেল হালদার ও পিলিপস হালদারকে ৭ কার্যদিবসের মধ্যে অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক মামলা রুজু করা হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫