হোম > সারা দেশ > কক্সবাজার

প্রবারণা উৎসবে বাঁকখালী নদীতে ৯ কল্পজাহাজ

রামু (কক্সবাজার) প্রতিনিধি

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ভাসানো হয়েছে ৯টি কল্পজাহাজ। আজ সোমবার দুপুরে বাঁকখালী নদীতে বিভিন্ন বৌদ্ধপল্লি থেকে আনা হয় ৯টি কল্পজাহাজ। প্রতিবছর প্রবারণা পূর্ণিমায় কল্পজাহাজ ভাসানোর উৎসব হয় বাঁকখালী নদীতে। 

রামুর বিভিন্ন বৌদ্ধপল্লি থেকে বাঁশ, বেত, রং, কাগজ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন প্রাণী ও স্থাপনার অবয়ব। সেগুলো ছোট নৌকায় তুলে বাঁকখালী নদীকে বৌদ্ধ কীর্তনের মাধ্যমে এপার-ওপারে ভাসানো হয় কল্পজাহাজ। এই উৎসবকে ঘিরে লক্ষাধিক পুণ্যার্থী অংশ নেন বাঁকখালীর তটে। 

রামু কেন্দ্রীয় কল্পজাহাজ ভাসা কমিটির সাধারণ সম্পাদক জিৎময় বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯টি বৌদ্ধপল্লি থেকে কল্পজাহাজ এসেছে। প্রায় ২০০ বছর আগে মংডু রাজা এই উৎসবের প্রচলন করেন।’ 

কল্পজাহাজ ভাসা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, রামু-কক্সবাজার-ঈদগাঁও আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, ভিক্ষু সুনন্দপ্রিয়, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা প্রমুখ। 
 
এদিকে শুধু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ নয়, এই উৎসবকে ঘিরে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের লোকজনও জড়ো হয়েছে উৎসব উপভোগ করতে। উৎসবে আসা জ্ঞানান্বেষণ পাঠাগারের সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘রামুতে অসাম্প্রদায়িক চেতনার বড় একটি উৎসব এটি। দীর্ঘদিন ধরে চলে আসা এই উৎসব শান্তির বার্তা পৌঁছাবে যুগে ‍যুগে।’ 

জাহাজ ভাসা উৎসবের জাহাজ নির্মাতা, রাজারকুল গ্রামের বাসিন্দা দীপ্ত বড়ুয়া বলেন, ‘অন্যান্য বছরের চেয়ে এবার তিনটি জাহাজ বেশি এসেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাহাজ ভাসা উৎসব।’ 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার