কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের গুলিতে ফিরোজ খান (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পালংখালী বালুখালী ৮ নম্বর ক্যাম্পের বি-৫০ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার মাহমুদ শরীফের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর ক্যাম্পের বি-৫০ ব্লকে জনৈক আবু বক্করের বসতঘরের সামনে অজ্ঞাতনামা একদল অস্ত্রধারী ফিরোজকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে খুন করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’