হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বাড়ির মাটির দেয়াল ধসে চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) এবং দুই মেয়ে নিলুফা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)। 

স্থানীয়দের বরাতে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। 

রাশেদ মোহাম্মদ আলী বলেন, বাড়িটি মাটির দেয়াল দিয়ে তৈরি করা ছিল। গতকাল থেকে বৃষ্টি হওয়ায় ঘরের ওপরে ও চারপাশে ত্রিপল (তেরফাল) দিয়ে ঘুমান সবাই। এরপর রাত ৩টার দিকে অব্যাহত বর্ষণ শুরু হলে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে মাটির দেয়ালচাপায় ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, পাহাড়ের খাদে বাস করা বাড়িতে একখণ্ড মাটি ধসে পড়ে। এতে বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের তরফ থেকে সহযোগিতা দেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত