হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড় ধস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে লালখান বাজারে রেলওয়ে মালিকানাধীন পাহাড়ের পাদদেশে ঘরবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলায় একটি অংশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

জানা যায়, একটি পক্ষ পাহাড়টি কেটে মাদ্রাসার স্থাপনা নির্মাণ করে। আরেকটি পক্ষ সেখানে ১৬টি ঘর নির্মাণ করে বিভিন্ন শ্রেণির লোকজনদের ভাড়া দিয়ে আসছেন। 

এর আগে গত ২২ জুন পরিবেশ অধিদপ্তর পাহাড়টির পাদদেশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন। স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার টানা বৃষ্টিতে গভীর রাতে পাহাড়টির কাটা অংশের মাটি ধসে নিচে পড়ে। ধসের জায়গার পাশেই কয়েকটি কাঁচা-পাকা ঘর নির্মাণাধীন রয়েছে। ইতিমধ্যে পাশাপাশি বেশ কয়েকটি ঘর ভাড়া দেওয়া হয়েছে।

এর আগে একটি অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর গত ১৬ জুন ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে ১৮ শ’ঘনফুট পাহাড় কাটা দেখেছে। পরে শুনানিতে পৃথকভাবে পাহাড় কাটায় অভিযুক্ত স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার পরিচালক মো. নুরুল আজম ও জাহিদুল ইসলাম জাবেদ নামে দু’জনকে সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরানোর আদেশ দেওয়া হয়।

মো. নুরুল্লাহ নূরী বলেন, পাহাড়টি বাংলাদেশ রেলওয়ে মালিকানাধীন। উভয় পক্ষই অবৈধভাবে পাহাড়টি দখল করে রেখেছেন। এখানে তিন থেকে চার বছর ধরে পাহাড় কাটার হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত