হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে যুবকের রহস্যজনক মৃত্যু 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মহুরম আলী (৩৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কদমরসুল সাগর উপকূলে অবস্থিত ডায়নামিক রিসাইক্লিং শিপ ব্রেকিং ইয়ার্ড নামক জাহাজ ভাঙার কারখানাসংলগ্ন সাগর উপকূলে এ ঘটনা ঘটে। নিহত যুবক কদম রসুল এলাকার মো. শামসুল আলমের ছেলে।

কুমিরা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনেরা জানিয়েছেন, বিকেলে মাছ ধরার জন্য শিপ ব্রেকিং ইয়ার্ড-সংলগ্ন সাগরে যান মহুরম ও তার ভাই।  সাগরে নেমে কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে ঘুরে পড়ে যান মহুরম। এ সময় তাঁর ভাই আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, যুবকের মৃত্যুর বিষয়ে স্বজনদের বর্ণনায় বেশ কিছু গরমিল রয়েছে। নিহত যুবকের নাক দিয়ে রক্ত বের হওয়ার পাশাপাশি মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনদের বর্ণনা ও মাথায় আঘাতের চিহ্নের কারণে মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির