হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারে হামলা, ৭ জেলে আহত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর সমুদ্রে একটি মাছ ধরা ট্রলারে হামলার ঘটনা ঘটেছে। এতে সাত জেলে আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে আহত জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা উপজেলার জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা।

গতকাল রোববার বিকেলে গভীর সমুদ্রে গ্যাস ফিল্ডের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার এমভি মা মনি-২ ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলী ঘাটের আমির হোসেন কোম্পানির।

ট্রলারের মাঝি বিটু বলেন, সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে জাল ফেলে অপেক্ষা করছিল। হঠাৎ একটি ট্রলার তাঁদের পাশে এসে অবস্থান করে। পরে ওই ট্রলারের লোকজন লাঠি ও লোহার পাত নিয়ে এসে তাঁদের ওপর আক্রমণ করে। সাত জেলে গুরুতর আহত হন। এ সময় তারা ট্রলারের মালামাল লুট করে নেয়। পরে ইঞ্জিনের প্রেশার পাইপ ভেঙে দিয়ে গেলে বিকল হয়ে তারা সাগরে ভাসতে থাকে। পরে ভোলা জেলার একটি মাছ ধরার ট্রলার তাঁদের ট্রলারটি টেনে নিয়ে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এনে দেয়। মালিকের সঙ্গে যোগাযোগ করলে ঘাট থেকে একটি ট্রলার পাঠিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে।

মাঝি বিটু অভিযোগ করে বলেন, তাঁদের ওপর হামলাকারী ট্রলারটি উপজেলার তমরদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফররুখ আহাম্মেদের। কিছুদিন আগে এই ট্রলারের সঙ্গে সাগরে তাঁদের ঝগড়া হয়েছিল। এর জেরে তাঁরা হামলা করেছে।

এমভি মা মনি-২ ট্রলারের মালিক আমির হোসেন কোম্পানি বলেন, হামলায় সাত জেলে মারাত্মকভাবে আহত হন। লোহার পাতের আঘাতে অনেকের হাত ও পা ভেঙে গেছে। তাঁদের প্রথমে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘হামলার ঘটনা মোবাইল ফোনে ট্রলারের মালিক আমাকে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী