হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দুই থানা, উপজেলা ভবনসহ বিভিন্ন স্থানে আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ থানা ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার দুটি থানা, রামগঞ্জ উপজেলা ভবনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার সকালেও থমথমে অবস্থা বিরাজ করছে। 

সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর বাসভবনে আগুন দেয় উত্তেজিত জনতা। এ ছাড়া তারা লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ আলম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুর বাড়িতেও অগ্নিসংযোগ করে। এদিকে থানায় আগুন দেওয়ার সময় সামনে কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কারাগার থেকে নেতা-কর্মীদের শান্ত থাকার জন্য আহ্বান জানান। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে নেতা-কর্মীদের শান্ত থাকা ও সহিংসতা না করতে নির্দেশনা দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। একই আহ্বান জানান জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূইয়া। 

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘আমাদের দুই থানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ক্ষয়ক্ষতি ও লুটপাটের ঘটনা নিরূপণ করা সম্ভব হয়নি।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি