হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার গুলিতে কর্মী নিহত: ১৬ জনকে আসামি করে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিজয় মিছিলে ছাত্রলীগ নেতার গুলিতে কর্মী আয়েশ রহমান ইজাজের (২২) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। ১৬ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আমিনুর রহমান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকাকে। দ্বিতীয় আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয়কে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের আনন্দ মিছিলে আয়েশ রহমান ইজাজকে গুলি করেন জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন–

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের