হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেললাইনে গাছ পড়ায় নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি

রেল লাইনের ওপর গাছ পড়ায় নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এতে নোয়াখালী-লাকসাম ও নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন যাত্রীরা পড়েছেন বিপাকে।

গাছটি রেললাইনের ওপর থেকে সরাতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান।

স্থানীয়রা জানান, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার মাইজদী বাজার স্টেশন সড়কের পাশে থাকা বড় একটি গাছ সোমবার রাত ১২টার দিকে রেললাইনের ওপর উপড়ে পড়ে। বিষয়টি স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষকে জানালে মঙ্গলবার ভোর থেকে নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ভোর ৬টায় উপকূল এক্সপ্রেস সোনাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও লাইন স্বাভাবিক না থাকায় তা এখনো সোনাপুর স্টেশনে রয়েছে। একই অবস্থা নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের (সমতল এক্সপ্রেস), সেটি সকালে ঢাকা থেকে ছেড়ে আসার পর চৌমুহনী স্টেশনে অবস্থান করছে। ফলে মাইজদী ও সোনাপুরগামী যাত্রীদের চৌমুহনী স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গাছের একটি বড় অংশ পিডিবির বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় সেই লাইনে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।

মাইজদী কোর্ট স্টেশনে রহিম নামের এক যাত্রী বলেন, ‘ভোরে উপকূল ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশে স্টেশনে এসেছিলাম। লাইনে সমস্যা হওয়ায় যথাসময়ে ট্রেন সোনাপুর থেকে ছাড়তে পারেনি। যথাসময়ে ঢাকা না যেতে পারায় বিপাকে পড়েছি।’

চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের লাইনসহ গাছটি রেললাইনের ওপর পড়েছে। আমাদের লোকজন সকাল থেকে সেটি অপসারণে কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে গাছ সরানোর কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট