হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেললাইনে গাছ পড়ায় নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি

রেল লাইনের ওপর গাছ পড়ায় নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এতে নোয়াখালী-লাকসাম ও নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন যাত্রীরা পড়েছেন বিপাকে।

গাছটি রেললাইনের ওপর থেকে সরাতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান।

স্থানীয়রা জানান, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার মাইজদী বাজার স্টেশন সড়কের পাশে থাকা বড় একটি গাছ সোমবার রাত ১২টার দিকে রেললাইনের ওপর উপড়ে পড়ে। বিষয়টি স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষকে জানালে মঙ্গলবার ভোর থেকে নোয়াখালীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ভোর ৬টায় উপকূল এক্সপ্রেস সোনাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও লাইন স্বাভাবিক না থাকায় তা এখনো সোনাপুর স্টেশনে রয়েছে। একই অবস্থা নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের (সমতল এক্সপ্রেস), সেটি সকালে ঢাকা থেকে ছেড়ে আসার পর চৌমুহনী স্টেশনে অবস্থান করছে। ফলে মাইজদী ও সোনাপুরগামী যাত্রীদের চৌমুহনী স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গাছের একটি বড় অংশ পিডিবির বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় সেই লাইনে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।

মাইজদী কোর্ট স্টেশনে রহিম নামের এক যাত্রী বলেন, ‘ভোরে উপকূল ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশে স্টেশনে এসেছিলাম। লাইনে সমস্যা হওয়ায় যথাসময়ে ট্রেন সোনাপুর থেকে ছাড়তে পারেনি। যথাসময়ে ঢাকা না যেতে পারায় বিপাকে পড়েছি।’

চৌমুহনী স্টেশনমাস্টার ফখরুল ইসলাম নোমান বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের লাইনসহ গাছটি রেললাইনের ওপর পড়েছে। আমাদের লোকজন সকাল থেকে সেটি অপসারণে কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে গাছ সরানোর কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।’

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে