হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় হাত–পা বাধা তরুণের লাশ উদ্ধার, পাওয়া যায়নি অটোরিকশা

চাঁদপুর ও কচুয়া প্রতিনিধি 

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের একদিন পর উপজেলার এক খালের পাড় থেকে সাব্বির হোসেন (১৮) নামের এক অটোরিকশা চালকের হাত–পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পালাখাল-আলিয়ারা সড়কের উত্তর সেঙ্গুয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাব্বির পালখাল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের কারী সাহেবের বাড়ির মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

সাব্বিরের মা জাহানারা বেগম বলেন, ‘আমি ছেলেকে নিয়ে বাবার বাড়ি ভূঁইয়ারা গ্রামে বাস করি। আমার ছেলে অটোরিকশা চালক। সাব্বির বুধবার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আজ বৃহস্পতিবার সকালে কচুয়া থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।’

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) অসিম জানান, ওই অটোরিকশার চালক বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিখোঁজ হওয়ার পর আজ সকালে তাঁর মা জাহানারা বেগম থানায় জিডি করেন। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর ও কচুয়া থানা-পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে। আশা করি, খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ