হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৬

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ছনুয়া এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা হলেন ছৈয়দুল মোস্তফা ওরফে বাক্কা (৪৬), আবু ছৈয়দ (৪৮), মো. নোমান (২২), মো. আনস (২৩), ইউনুস খোকন (৩৪) ও মো. এমরান (২৯)। 

পুলিশ বলছে, ‘৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল উপস্থিত হই। ছাগলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপত হলেও বিরোধ পুরোনো। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয়রা জানান, ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আলীর ছাগলে প্রতিপক্ষ ইউনুস খোকনের ধানের চারা খায়। পরে ইউনুস খোকন ছাগলটিকে পেটায়। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। 

আহত ছৈয়দুল মোস্তফা ওরফে বাক্কা, আবু ছৈয়দ ও নোমানকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে আহতদের স্বজনেরা জানান। 

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন ‘৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থল উপস্থিত হই। ছাগলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটলেও শত্রুতা পুরোনো বলে ধারণা করা হচ্ছে। তবে এ পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির