চট্টগ্রামের চন্দনাইশে সাপ তাড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবদুর রহিম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাতে চট্টগ্রামের সিটি করপোরেশনের মধ্যম গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবদুর রহিম ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল রাতে বাড়ির পাশে এক স্থানে সাপ তাড়াচ্ছিলেন। এ সময় বাড়ির দেয়ালে লেগে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান আবদুর রহিম। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মো. ইয়াছিন তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ইয়াছিন জানান, বিদ্যুতায়িত হয়ে আবদুর রহিম নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন।