চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৯৪৫ জন। আজ রোববার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষা করে ৯৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৩৯ ও বিভিন্ন উপজেলার ৩০৬ জন রয়েছেন। উপজেলার মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে পটিয়ায় ৪৫, বোয়ালখালী ৪০ ও রাউজানে ৪২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ; যা গতকাল ছিল ৩১ শতাংশ।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৭০ হাজার ৯০২ জন। আর মারা গেছেন ৮৩৫ জন। মৃতদের মধ্যে নগরের ৫১৭ এবং বিভিন্ন উপজেলার ৩১৮ জন রয়েছেন।