হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাকভর্তি রেলের মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডে ট্রাকভর্তি রেলের স্লিপার কাঠ জব্দ করা হয়েছে। এখনো পর্যন্ত মালামাল কার তা শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্বাঞ্চলের রেল রুটের বিভিন্ন জায়গা থেকে কাঠগুলো চুরি করে তা ট্রাকে ভরে পাহাড়তলী লোকোশেডে জমা করা হচ্ছিল। 

রেল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে পাহাড়তলী লোকোশেডে ঢোকে একটি ট্রাক। ওই ট্রাকে স্লিপার কাঠ ভর্তি ছিল। রেলের একজন কর্মচারী পূর্বাঞ্চলের রেলের বিভাগীয় প্রকৌশলী এম এ হাসান মুকুলকে বিষয়টি জানান। হাসান মুকুল তৎক্ষণাৎ ট্রাকটিকে আটক করার নির্দেশ দেন। পরে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ট্রাকভর্তি রেলের পুরাতন স্লিপার কাঠ। যেগুলো ভাটিয়ারি এলাকা থেকে ভর্তি করে এখানে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত এটির সঙ্গে কারা জড়িত, তা বের করা সম্ভব হয়নি। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলীর পরিদর্শক ইসরাঈল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ট্রাকভর্তি কাঠ জব্দ করার পর অভিযান চালিয়ে পাহাড়তলী সিটি ব্যাংকের পাশে আরও প্রায় চার ট্রাক সমপরিমাণ কাঠের খোঁজ পাওয়া গেছে। এগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

হাসান মুকুল আরও বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ধারণা করছি, চুরি করে কাঠগুলো মজুত করা হচ্ছিল। এ বিষয়ে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প