হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাকভর্তি রেলের মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডে ট্রাকভর্তি রেলের স্লিপার কাঠ জব্দ করা হয়েছে। এখনো পর্যন্ত মালামাল কার তা শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্বাঞ্চলের রেল রুটের বিভিন্ন জায়গা থেকে কাঠগুলো চুরি করে তা ট্রাকে ভরে পাহাড়তলী লোকোশেডে জমা করা হচ্ছিল। 

রেল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে পাহাড়তলী লোকোশেডে ঢোকে একটি ট্রাক। ওই ট্রাকে স্লিপার কাঠ ভর্তি ছিল। রেলের একজন কর্মচারী পূর্বাঞ্চলের রেলের বিভাগীয় প্রকৌশলী এম এ হাসান মুকুলকে বিষয়টি জানান। হাসান মুকুল তৎক্ষণাৎ ট্রাকটিকে আটক করার নির্দেশ দেন। পরে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ট্রাকভর্তি রেলের পুরাতন স্লিপার কাঠ। যেগুলো ভাটিয়ারি এলাকা থেকে ভর্তি করে এখানে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত এটির সঙ্গে কারা জড়িত, তা বের করা সম্ভব হয়নি। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলীর পরিদর্শক ইসরাঈল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ট্রাকভর্তি কাঠ জব্দ করার পর অভিযান চালিয়ে পাহাড়তলী সিটি ব্যাংকের পাশে আরও প্রায় চার ট্রাক সমপরিমাণ কাঠের খোঁজ পাওয়া গেছে। এগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

হাসান মুকুল আরও বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ধারণা করছি, চুরি করে কাঠগুলো মজুত করা হচ্ছিল। এ বিষয়ে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ