হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ৫০০-এর বেশি অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এর আগে ব্যবসায়ীদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর না হওয়ায় অভিযান শুরু করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত জানান, যানজট নিরসন এবং সড়কে যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উচ্ছেদ অভিযান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে নিয়ম মেনে আবেদন করলে সরকারি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

দোয়াভাঙ্গার স্থানীয়রা জানান, আগেও উচ্ছেদ অভিযান চালানো হলেও সড়কের জায়গা পুনরায় দখল হয়ে যায়। ফলে সরকারের অর্থ ও সময় ব্যয় হলেও কার্যকর ফল পাওয়া যায় না।

অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছিউদ্দিন আহমেদ জানান, গত নভেম্বর থেকে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো সড়ক দখলমুক্ত করা হবে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ