হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগ নেতাকে ছুরিকাঘাত করে ৩০০ টাকা ছিনতাই

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে দোলন বড়ুয়া (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাত করে ৩০০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার আরাকান সড়কের বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই বাবুল বড়ুয়া।

দোলন বড়ুয়া মধ্যম শাকপুরা বড়ুয়ার পাড়ার রবীন্দ্র বড়ুয়ার ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি ইপিজেডে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদরন সদস্য রণি চৌধুরী জানান, ভোর ৫টার দিকে দোলন বড়ুয়া তাঁর কর্মস্থল পতেঙ্গা ইপিজেডের উদ্দেশে ঘর থেকে বের হন। তিনি পায়ে হেঁটে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পকেটে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে দোলন বড়ুয়ার মোবাইল ফোনটি ফেরত দিয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা পুলিশকে জানানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট