হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগ নেতাকে ছুরিকাঘাত করে ৩০০ টাকা ছিনতাই

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে দোলন বড়ুয়া (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাত করে ৩০০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার আরাকান সড়কের বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই বাবুল বড়ুয়া।

দোলন বড়ুয়া মধ্যম শাকপুরা বড়ুয়ার পাড়ার রবীন্দ্র বড়ুয়ার ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি ইপিজেডে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদরন সদস্য রণি চৌধুরী জানান, ভোর ৫টার দিকে দোলন বড়ুয়া তাঁর কর্মস্থল পতেঙ্গা ইপিজেডের উদ্দেশে ঘর থেকে বের হন। তিনি পায়ে হেঁটে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পকেটে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে দোলন বড়ুয়ার মোবাইল ফোনটি ফেরত দিয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা পুলিশকে জানানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে