হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগ নেতাকে ছুরিকাঘাত করে ৩০০ টাকা ছিনতাই

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে দোলন বড়ুয়া (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাত করে ৩০০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার আরাকান সড়কের বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই বাবুল বড়ুয়া।

দোলন বড়ুয়া মধ্যম শাকপুরা বড়ুয়ার পাড়ার রবীন্দ্র বড়ুয়ার ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি ইপিজেডে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদরন সদস্য রণি চৌধুরী জানান, ভোর ৫টার দিকে দোলন বড়ুয়া তাঁর কর্মস্থল পতেঙ্গা ইপিজেডের উদ্দেশে ঘর থেকে বের হন। তিনি পায়ে হেঁটে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পকেটে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে দোলন বড়ুয়ার মোবাইল ফোনটি ফেরত দিয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা পুলিশকে জানানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির