চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে গেছে সহোদর পাঁচ ভাইয়ের বসতঘর। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে পরিবারটির প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। আগুনে জমির দলিলপত্রসহ পুড়ে গেছে প্রয়োজনীয় কাগজপত্র।
ক্ষতিগ্রস্তরা হলেন মৃত ফজল আহমদের ছেলে মৃত জাফর আহমদ, নুরুল আলম, সৈয়দ নুর, রহমত উল্লাহ্ ও আলী হোসেন।
মৃত জাফর আহমদের স্ত্রী মরিয়ম খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামীর মৃত্যুর পর পাঁচ মেয়েকে নিয়ে খুব কস্টে জীবন যাপন করছি। শেষ সম্বল হিসেবে এই জমিতে ঘরটা ছাড়া কিছুই ছিল না। রাতের আগুনে ঘর ও দলিলপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা তা নেভাতে নেমে পড়েন। আগুনে একই পরিবারের পাঁচ ভাইয়ের ঘর পুড়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’