হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মাছ ধরতে গিয়ে নিখোঁজ তরুণের মরদেহ নদী থেকে উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তবে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হলেও মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে নিহতের পরিবারের। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার কালিকচ্ছ এলাকার ধরন্তী গ্রামসংলগ্ন নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাত ৮টায় পার্শ্ববর্তী তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ওই তরুণ। 

নিহত তরুণের নাম নবী হোসেন (১৭)। সে উপজেলার ধরন্তী ডেংগাহাটির জলিল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গতকাল রাত ৮টায় পার্শ্ববর্তী তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় নবী হোসেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে আজ সকাল সাড়ে ১০টায় সরাইল ফায়ার সার্ভিস ও ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিতাস নদী থেকে নবী হোসেনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হলেও নবী হোসেনের মৃত্যু নিয়ে স্বজনদের সন্দেহ আছে। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ