হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে মো. হানিফ শেখ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাগর উপকূলীয় এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হানিফ শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার দলাইরচড় এলাকার হান্নানের ছেলে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. একরাম উল্যাহ জানান, আজ সোমবার দুপুরে সাগর উপকূলে যুবকের মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁরা যুবকের মরদেহটি চিনতে না পেরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নৌ-পুলিশ ফাঁড়িতে অবহিত করেন। তাঁদের খবরের ভিত্তিতে সাগর উপকূল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

মো. একরাম উল্যাহ আরও জানান, নিহত যুবকের প্যান্টের পকেটে মানিব্যাগ ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মানিব্যাগে থাকা তাঁর ছবিটি বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর পর তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়। ১৯ মার্চ পতেঙ্গা সাগরে দুর্ঘটনায় আবুল খায়ের কোম্পানির টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবে যায়। এতে জাহাজে থাকা নাবিকসহ চারজন শ্রমিক নিখোঁজ হন। সাগরে ভেসে আসা হানিফ ওই জাহাজের নাবিক ছিলেন বলে জানা গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর