হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে মো. হানিফ শেখ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাগর উপকূলীয় এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হানিফ শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার দলাইরচড় এলাকার হান্নানের ছেলে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. একরাম উল্যাহ জানান, আজ সোমবার দুপুরে সাগর উপকূলে যুবকের মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁরা যুবকের মরদেহটি চিনতে না পেরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নৌ-পুলিশ ফাঁড়িতে অবহিত করেন। তাঁদের খবরের ভিত্তিতে সাগর উপকূল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

মো. একরাম উল্যাহ আরও জানান, নিহত যুবকের প্যান্টের পকেটে মানিব্যাগ ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মানিব্যাগে থাকা তাঁর ছবিটি বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর পর তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়। ১৯ মার্চ পতেঙ্গা সাগরে দুর্ঘটনায় আবুল খায়ের কোম্পানির টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবে যায়। এতে জাহাজে থাকা নাবিকসহ চারজন শ্রমিক নিখোঁজ হন। সাগরে ভেসে আসা হানিফ ওই জাহাজের নাবিক ছিলেন বলে জানা গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের