হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের বটতলীতে যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আজ বুধবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৫)। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। বাদশা রামগতির শিক্ষাগ্রামের মো. আবদুল মালেকের ছেলে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাহামদুল হাসান, দেলোয়ার হোসেন ও আদিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে রামগতি থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় হিমাচল পরিবহনের বাসটি। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বটতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীদের সহযোগিতায় বাস থেকে কমপক্ষে ২০ যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। এদের মধ্যে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাসের সুপারভাইজার বাদশা মিয়া। পরে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস থেকে বেশ কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থায় গুরুতর। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির