হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩৬ বছর আগে মৃত শিশুর নামে এনআইডি, পিতা–পুত্রের বয়সের পার্থক্য ৩ বছর ৯ মাস

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পিরের পুত্র সেজে নিজের নাম পরিচয় বদলে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। কথিত পিতার মৃত সন্তানের নাম ধারণ করেছেন। এরপর উত্তরাধিকার দাবি করে জমি দখলের চেষ্টা করছেন। এসব অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

আজ শুক্রবার সকালে উপজেলার কালাবিবি দীঘির মোড়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করা হয়। অভিযুক্ত মোহাম্মদ সিরাজ উল্লাহ্ বরুমছড়া ইউনিয়নের কালা মিয়ার ছেলে। আর পির দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ চিশতী বারখাইন ইউনিয়নের রেহান মাতব্বরের ছেলে। তাঁর ছেলে সিরাজ উল্লাহ ৩৬ বছর আগে মারা গেছেন। এই ছেলের নামেই এনআইডি তৈরি করেছেন অভিযুক্ত মোহাম্মদ সিরাজ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির উল্লাহর ছোট ভাই মো. নাসির উদ্দিন বলেন, পির দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতীর খাদেম ছিলেন মোহাম্মদ সিরাজ। পিরের এক শ্যালিকাকে বিয়েও করেছেন। পির জমির উল্লাহর দুই ছেলে মো. মহিউদ্দিন ও মো. জসিম উদ্দিন ওরফে সিরাজ উল্লাহ। দুই সন্তানই জন্মের কিছুদিনের মধ্যে মারা গেছে। মৃত সিরাজ উল্লাহর নাম ব্যবহার করে ২০১৭ সালে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন মোহাম্মদ সিরাজ। পরিচয়পত্রে জন্মতারিখ দিয়েছেন ১৯৬৫ সালের ১১ মে। অথচ সিরাজ উল্লাহ ১৯৮৮ সালের ৫ জুন মারা গেছেন। দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহর জন্ম ১৯৬১ সালের ২২ জুলাই। সে হিসেবে ধর্ম পিতা জমির উল্লাহ ও তাঁর পুত্র দাবি করা মোহাম্মদ সিরাজের বয়সের পার্থক্য ৩ বছর ৯ মাস! 

নাসির উদ্দিন আরও জানান, ১৯৯২ সালের ২৮ মার্চ জমির উল্লাহ মারা যান। জমির উল্লাহ ও তাঁর মৃত ছেলে সিরাজ উল্লাহ তথ্য ব্যবহার করে মোহাম্মদ সিরাজ এনআইডি কার্ড করিয়েছেন। এরপর বিভিন্ন দলিলপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা করেছেন। 

সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন বলেন, ‘আমরা আর কোনো উপায় না দেখে আদালতের আশ্রয় নিয়েছি। কিন্তু আইন আদালত দীর্ঘসূত্রতার কারণে সিরাজের প্রতারণা বন্ধ করতে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ ও সিরাজ উল্লাহর সম্পত্তির উত্তরাধিকারী (ওয়ারিশ) মোহাম্মদ হেফাজ উদ্দিন, মো. হাশেম উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. ফরিদুল আলম ও মো. নুরুল্লাহ্ প্রকাশ নুরুল হকসহ স্বজনেরা। 

অবশ্য এসব তথ্য স্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, ‘দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতী আমার পির, তাই উনি আমার আধ্যাত্মিক পিতা। উনি আমাকে খেলাফত (পিরের প্রতিনিধিত্ব) দিয়েছেন। এই জন্য আমি আমার নাম–ঠিকানা পরিবর্তন করে নতুন পরিচয়পত্র তৈরি করেছি।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির