হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে ভাতিজার দায়ের কোপে চাচার কবজি বিচ্ছিন্নের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাতিজার দায়ের কোপে চাচা রফিকুল ইসলামের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন চড়িলাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও তাঁর আপন ভাই দুধন মিয়ার সঙ্গে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আজ দুপুরে তাঁদের দুই ভাইয়ের মধ্যে বাদানুবাদ হচ্ছিল। একপর্যায়ে দুধন মিয়ার ছেলে বায়েজিদ তাঁর চাচা রফিকুল ইসলামের ওপর হামলা করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকুল ইসলামের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে হামলাকারী বায়েজিদ পলাতক রয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির