হোম > সারা দেশ > চট্টগ্রাম

লাভজনক বন্দর মাফিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: জামায়াত নেতা শাহজাহান

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার জন্য বেসরকারি খাতে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করা হবে। গতকাল সোমবার দুপুরে নগরীর দেওয়ানবাজারের ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘দেশের প্রধান সমুদ্রবন্দর ৫০ হাজার শ্রমিক-কর্মচারীর রুটি-রুজির স্থান। এই বন্দরের প্রাণস্পন্দন সিসিটি ও এনসিটি টার্মিনাল স্বার্থান্বেষী মহলের লোলুপ দৃষ্টিতে পড়েছে। আশাতীত সাফল্যের পরও আজ বিদেশি বিনিয়োগের কথা বলে এই বন্দরকে মাফিয়া ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বন্দরের সব শ্রেণি-পেশার শ্রমিক-কর্মচারীদের নিয়ে সিসিটি ও এনসিটি প্রাইভেটাইজেশনে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘অত্যাধুনিক কনটেইনার হ্যান্ডেলিং ইকুইপমেন্ট দ্বারা সুসজ্জিত ও সাফল্যের সঙ্গে পরিচালিত সিসিটি ও এনসিটি থেকে গত অর্থবছরে আয় হয়েছে ১ হাজার ৩৬৭ কোটি টাকা। কনটেইনার হ্যান্ডেলিংয়েও আগের সব রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।’

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নগর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সদরঘাট থানা আমির এম এ গফুর, বন্দর শ্রমিক-কর্মচারী কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সেক্রেটারি আবু তালেব।

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা