হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল

চবি সংবাদদাতা

চবিতে ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ হাসিনা হলের নামফলক ভাঙা নিয়ে বাগ্‌বিতণ্ডায় সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করেছেন এক শিক্ষার্থী। ৫ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অপর দিকে শিক্ষকের ওপর হামলা-লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চবি শাখা ছাত্রশিবির। শাখা ছাত্রদলও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।

ভুক্তভোগী ড. মোহাম্মদ কোরবান আলী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক, আর অভিযুক্ত শিক্ষার্থীর নাম আফসানা এনায়েত এমি, তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী।

১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিটে নির্মিত নৌকা ভাঙতে গেলে অভিযুক্ত ছাত্রী ওই শিক্ষকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই ছাত্রী শিক্ষককে (সহকারী প্রক্টর) শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিটে নির্মিত নৌকা ভাঙতে গেলে ওই ছাত্রী বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই ছাত্রী সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাস্থলে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে হেনস্তার ঘটনাও ঘটে।

চবিতে ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক। ছবি: সংগৃহীত

এ বিষয়ে অধ্যাপক ড. কোরবান আলী বলেন, ‘আসলে ওই দিন পরিস্থিতি শান্ত করতে সেখানে গিয়েছি, আমরা তো কারও শত্রু নই। একপর্যায়ে ওই ছাত্রী আমাকে লাঞ্ছিত করে, যা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না।’ এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ছাত্রীর মোবাইল ফোনে একাধিকবার কল করে সাড়া পাওয়া যায়নি।

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা