হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬ দিনের ব্যবধানে হালদা নদী থেকে ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

৬ দিনের ব্যবধানে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে হালদা নদী থেকে ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেল ৫টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, হালদা নদীর আজিমের ঘাট অংশে ডলফিনটি মৃত অবস্থায় ভাসছিল। পরে নৌকার সাহায্যে ডলফিনটিকে পাড়ে নিয়ে আসা হয়। পচে গিয়ে দুর্গন্ধ হয়ে গেছে। তাই মাটি চাপা দেওয়া হয়। 

এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ধারণা করছি মাছ ধরার জালে আটকে গিয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটির ঠোঁটের নিচের অংশ কাটা এবং দাঁতগুলো ফেলে দেওয়া হয়েছে। হয়তো গতকাল ডলফিনের মৃত্যু হয়েছে। পচে যাওয়ায় স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়। 

তিনি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এর আগে গত ১৪ জুলাই ৩৬ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। আজ ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদার বলেন, আজও আরেকটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা ডলফিনকে মাটি চাপা দিয়েছেন। 

উল্লেখ্য, হালদা নদীতে মাছ ধরা, জাল ফেলা, বালু উত্তোলন এবং ড্রেজার চালানো নিষেধ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে বালু উত্তোলনের ড্রেজার ও মাছ ধরে থাকে। যদিও আগের তুলনায় অনেকাংশে কমে গেছে সেটি। হালদা নদীতে ড্রেজারের ধাক্কা ও মাছ ধরার জালে আটকে বেশির ভাগ ডলফিনের মৃত্যু হয়ে থাকে। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে