হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬ দিনের ব্যবধানে হালদা নদী থেকে ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

৬ দিনের ব্যবধানে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে হালদা নদী থেকে ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেল ৫টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, হালদা নদীর আজিমের ঘাট অংশে ডলফিনটি মৃত অবস্থায় ভাসছিল। পরে নৌকার সাহায্যে ডলফিনটিকে পাড়ে নিয়ে আসা হয়। পচে গিয়ে দুর্গন্ধ হয়ে গেছে। তাই মাটি চাপা দেওয়া হয়। 

এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ধারণা করছি মাছ ধরার জালে আটকে গিয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটির ঠোঁটের নিচের অংশ কাটা এবং দাঁতগুলো ফেলে দেওয়া হয়েছে। হয়তো গতকাল ডলফিনের মৃত্যু হয়েছে। পচে যাওয়ায় স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়। 

তিনি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এর আগে গত ১৪ জুলাই ৩৬ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। আজ ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদার বলেন, আজও আরেকটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা ডলফিনকে মাটি চাপা দিয়েছেন। 

উল্লেখ্য, হালদা নদীতে মাছ ধরা, জাল ফেলা, বালু উত্তোলন এবং ড্রেজার চালানো নিষেধ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে বালু উত্তোলনের ড্রেজার ও মাছ ধরে থাকে। যদিও আগের তুলনায় অনেকাংশে কমে গেছে সেটি। হালদা নদীতে ড্রেজারের ধাক্কা ও মাছ ধরার জালে আটকে বেশির ভাগ ডলফিনের মৃত্যু হয়ে থাকে। 

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান