হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে রাতভর বৃষ্টি, জনজীবনে স্বস্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলাজুড়ে শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি। ছবি: আজকের পত্রিকা

কয়েক দিনের প্রচণ্ড গরম ও খরার পর লক্ষ্মীপুর জেলাজুড়ে রাতভর বৃষ্টিতে জনজীবনে ফিরেছে স্বস্তি। শনিবার (১৪ জুন) রাত ২টা থেকে রোববার সকাল পর্যন্ত কখনো ভারী আবার কখনো মাঝারি আকারে বৃষ্টি অব্যাহত ছিল।

বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার শঙ্কা তৈরি হয়েছে। পৌরবাসী বলছেন, সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় পানি জমে যায়। বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘গত কয়েক দিন প্রচণ্ড গরমে জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। এই বৃষ্টিতে একটু আরাম পাচ্ছি। তবে পানি জমে গেলে আবার দুর্ভোগ শুরু হবে।’

এদিকে, জেলার কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে রবিশস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে। জমিতে পানি জমে থাকলে পেঁয়াজ, রসুন ও সবজির ক্ষতি হতে পারে।

রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন জানান, ‘রাত থেকে জেলায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কিছুটা কমেছে, তবে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।’

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী