হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে রাতভর বৃষ্টি, জনজীবনে স্বস্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলাজুড়ে শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি। ছবি: আজকের পত্রিকা

কয়েক দিনের প্রচণ্ড গরম ও খরার পর লক্ষ্মীপুর জেলাজুড়ে রাতভর বৃষ্টিতে জনজীবনে ফিরেছে স্বস্তি। শনিবার (১৪ জুন) রাত ২টা থেকে রোববার সকাল পর্যন্ত কখনো ভারী আবার কখনো মাঝারি আকারে বৃষ্টি অব্যাহত ছিল।

বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার শঙ্কা তৈরি হয়েছে। পৌরবাসী বলছেন, সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় পানি জমে যায়। বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘গত কয়েক দিন প্রচণ্ড গরমে জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। এই বৃষ্টিতে একটু আরাম পাচ্ছি। তবে পানি জমে গেলে আবার দুর্ভোগ শুরু হবে।’

এদিকে, জেলার কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে রবিশস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে। জমিতে পানি জমে থাকলে পেঁয়াজ, রসুন ও সবজির ক্ষতি হতে পারে।

রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন জানান, ‘রাত থেকে জেলায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কিছুটা কমেছে, তবে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির