কয়েক দিনের প্রচণ্ড গরম ও খরার পর লক্ষ্মীপুর জেলাজুড়ে রাতভর বৃষ্টিতে জনজীবনে ফিরেছে স্বস্তি। শনিবার (১৪ জুন) রাত ২টা থেকে রোববার সকাল পর্যন্ত কখনো ভারী আবার কখনো মাঝারি আকারে বৃষ্টি অব্যাহত ছিল।
বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার শঙ্কা তৈরি হয়েছে। পৌরবাসী বলছেন, সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় পানি জমে যায়। বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে।
স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘গত কয়েক দিন প্রচণ্ড গরমে জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। এই বৃষ্টিতে একটু আরাম পাচ্ছি। তবে পানি জমে গেলে আবার দুর্ভোগ শুরু হবে।’
এদিকে, জেলার কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে রবিশস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে। জমিতে পানি জমে থাকলে পেঁয়াজ, রসুন ও সবজির ক্ষতি হতে পারে।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন জানান, ‘রাত থেকে জেলায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কিছুটা কমেছে, তবে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।’