হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। 

শুক্রবার সকালে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া দুধকুমড়া ৫ নম্বর ওয়ার্ডের মো. সৈয়দ নুরের ছেলে এরশাদ নাবিল খান মোহাম্মদ এরশাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার বাকি আসামিরা হলেন—সাবেক ভূমিমন্ত্রীর সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, এসএম আলমগীর চৌধুরী, কলিম উদ্দিন, অনুপম চক্রবর্তী, ছগির আহম্মদ আজাদ, আইয়ূব আলী, আমিন শরীফ, আবদুল আজিজ, রবিউল হায়দার রুবেল, মো. ইদ্রিস, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, অসীম কুমার দেব ও আজিজুল হক বাবুল। এছাড়া মামলায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়। 

মামলার এজাহারে বাদী নিজেকে ঠিকাদার উল্লেখ করেন। এজাহারে লেখা হয়, ২০১৮ সালের ৭ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য চাতরী মসজিদের সামনে সড়কের ওপর গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এরশাদ নাবিল খান। এ সময় ২ নম্বর থেকে ১৫ নম্বর অভিযুক্তরা ধূসর রঙের প্রাইভেটকার এবং সাদা রঙের মাইক্রোবাসে ৫ থেকে ৬ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে ঘেরাও করেন। টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে খুন করার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যান। পরে অজ্ঞাত স্থানে নিয়ে একটি ঘরে আটক করে মারধর এবং মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করেন। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন তিনি। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে শুক্রবার সকালে মামলা হয়েছে। এতে আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু