হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ঘূর্ণিঝড় সিত্রাং: ৩৮ দিনেও খোঁজ মেলেনি সেই জেলেদের

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাতে মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ হন ১০ জন জেলে। এঁদের মধ্যে সাতজন বাড়ি ফিরে এলেও নিখোঁজ হন তিন জেলে। দুর্ঘটনার ৩৮ দিন পেরিয়ে গেলেও আজও সন্ধান মেলেনি তাঁদের। জীবিত কিংবা মৃত একটি নিশ্চিত খবরের আশায় আজও স্বজনেরা ছুটে বেড়াচ্ছেন নানা জায়গায়।

এখনো নিখোঁজ রয়েছেন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের আবুল কাশেম ব্যাপারীর ছেলে লিটন ব্যাপারী (৩৫), আব্দুর রব ব্যাপারীর ছেলে শিপন ব্যাপারী (২৩) ও রব সরদারের ছেলে সুজন সরদার (২৫)। 

অন্যদিকে নিখোঁজ লিটন ব্যাপারীর বাবা আবুল কাশেম ব্যাপারী বাদী হয়ে সম্প্রতি লক্ষ্মীপুর আদালতে মহাজন রাসেল ব্যাপারী (৩৫), তাঁর বড় ভাই জুলহাস ব্যাপারী (৪৫) ও তাঁর বাবা খালেক ব্যাপারীকে (৫৫) আসামি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব বিরোধের জেরে লিটনকে গভীর নদীতে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। 

নিখোঁজ সুজনের স্ত্রী সন্তানসম্ভবা সুবর্ণা আক্তার বলেন, ‘পেডের দায়ে বেশি মাছ পাওনের আশায় আমার বেডায় গাঙগো গিয়া আর আহে নাই। কিন্তুক আমার পেডের পোলাপাইন অইলে হেয় বাপ ছাড়া থাকব কেমতে!’ 

নৌকার মালিক রাসেল ব্যাপারীর বাবা খালেক ব্যাপারী বলেন, ‘আমরা তিনজনের সন্ধান পেতে সব রকম চেষ্টাই করেছি। এখনো খোঁজ নিতেছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’ 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘জেলে নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু