হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের তিন দিন পর আদিবা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের পাঁচদোনা গ্রামের একটি পুরোনো খড়ের স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ২০ জানুয়ারি বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।

শিশু আদিবা উপজেলার পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন প্রধানীয়ার মেয়ে।

আদিবার খেলার সহপাঠী তাসফিয়ার তথ্যমতে, গোলাপ ফুল দেওয়ার কথা বলে ইমন নামের একজন আদিবাকে নিয়ে যায়। সেই সূত্র ধরে আদিবার মা ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় অপহরণ মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ একই গ্রামের ইমন ও ইয়াছিন নামের দুজনকে গ্রেপ্তার করে।

এলাকাবাসী জানায়, নিখোঁজের পর থেকে এলাকায় মাইকিং করা ছাড়া থানায় জানানো হয়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও আদিবার সন্ধান দিতে না পারায় গতকাল এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস এসে এলাকার বিভিন্ন পুকুর ও নির্জন স্থানে আদিবাকে খুঁজতে গিয়ে পুরোনো খড়ের স্তূপের ভেতরে মরদেহের সন্ধান পায়।

খবর পেয়ে ছুটে আসে আদিবার সহপাঠী তাসফিয়া। সে আদিবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। কান্নাজড়িত কণ্ঠে তাসফিয়া বলে, ‘আমি আদিবার সঙ্গে যেতে চেয়েছিলাম। ইমন আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখে। আদিবার জন্য অনেকক্ষণ বসেছিলাম। ইমন আর আদিবা কেউ এল না। আদিবাকে একটি গোলাপ ফুল দেবে বলে আমার কাছ থেকে নিয়ে যায় ইমন।’

আদিবার মা শামিমা আক্তার বলেন, ‘আদিবার সঙ্গে কিসের শত্রুতা ছিল ইমনের, তা আমাদের জানা নেই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজের পর থেকে আমাদের তদন্তকাজ চলছিল। আদিবার মা শামিমা আক্তারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির