হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভিসির পদত্যাগ: চবি শিক্ষকদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

চবি প্রতিনিধি

উপাচার্যের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষকদের ‘সংবাদ প্রদর্শনী’র কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিন ঘণ্টা পরে প্রদর্শনী শুরু হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। 

শিক্ষক সমিতির দাবি, প্রদর্শনী করার জন্য সরঞ্জামবাহী গাড়ি বিশ্ববিদ্যালয় ফটকের সামনে এক ঘণ্টা আটকে রাখা হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে প্রশাসনিক ভবনের সামনে আনলে সেখানে প্যান্ডেল করতে বাধা দেন প্রক্টরিয়াল বডি। তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জানা যায়, আজ (মঙ্গলবার) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে এই সংবাদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের অনিয়মের ৪৮টি সংবাদ প্রদর্শন করা হয়। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার সময় ডেকোরেশনের সরঞ্জামবাহী গাড়ি ফটকে আটকে দেওয়া হয়। আমাদের শিক্ষকেরা এক ঘণ্টা পর সেখানে গিয়ে জিনিসপত্র প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আসেন। 

‘এরপর প্যান্ডেলের কাজ শুরু হলে প্রক্টর একজন সহকারী প্রক্টরকে সঙ্গে এনে বাধা দেন। এ সময় প্রক্টর আমাদেরকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার জন্য বলেন। আমরা জানিয়েছি, আমাদের কর্মসূচি চলবে। আলোচনায় বসব কি না সেটা সবার মতামতের ওপর নির্ভর করবে। আপনি বাধা দিতে পারবেন না। বাধার কারণে আমাদের প্রদর্শনী ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা বেলা ২টায় শুরু হয়।’ 

তিনি বলেন, ‘আমাদের কাছে প্রায় পাঁচ শ সংবাদ ছিল। সেখান থেকে বাছাই করে কিছু সংবাদ আজকে প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে সংবাদের সংখ্যা দিন দিন বাড়বে। আগামী সপ্তাহে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’ 

বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বাধা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে আমি তাঁদের সঙ্গে আলোচনা করতে গিয়েছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’ 

এর আগে গত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি নিয়ে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে উপাচার্যের বাগ্‌বিতণ্ডা হয়। পরে একই দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। 

কর্মসূচি একপর্যায়ে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে পরিণত হয়। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করে শিক্ষক সমিতি।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা