চট্টগ্রামের হাটহাজারীতে বজ্রপাতে মো. মহসিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। বুধবার দুপুরে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদের পূর্ব ছড়ারকুল এলাকায় বজ্রপাতের নিহত হন তিনি।
নিহত মহসিন ওই এলাকার মৃত মো. নাছের আহম্মেদের ছেলে।
স্থানীয় বাসিন্দা জিন্নাত আলী বাদশা নামে এক ব্যক্তি জানায়, ঠিকাদারির কাজ সেরে দুপুর পৌনে ২টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ দেখতে ঘর থেকে বের হয় মহসিন। এ সময় হঠাৎ মেঘবিহীন আকাশে গুড়িগুড়ি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। মুহূর্তের মধ্যে বজ্রপাতে মহসিন আহত হয়ে পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে পড়ে যান।
পরে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে স্থানীয় ফতেয়াবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ঠিকাদার মহসিনের ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।