চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী রেল সড়কের পটিয়া উপজেলার আউটার সিগন্যাল এলাকায় পিডিবির তেলবাহী সাঁটল ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়া আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ের পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ গুপ্ত আজকের পত্রিকাকে জানান, অবৈধ রেলগেটে নসিমন ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে ছেড়ে যায় তেলবাহী পিডিবি সাঁটল ট্রেন। কিন্তু ট্রেনটি সাড়ে ৬টার দিকে পটিয়া আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে রেললাইনে ওপরে থাকা নসিমনের সঙ্গে এর সংঘর্ষ হয়। পরে সেখান থেকে ৭টার দিকে ট্রেনটি ফের দোহাজারীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর দুপুরে পটিয়ার ধলঘাট এলাকায় লাইনচ্যুত হয় পিডিবির সাঁটল ট্রেনটি। পরে সন্ধ্যায় ট্রেনের ট্রলিটি হাইড্রোলিক পুল ভ্যান দ্বারা উদ্ধার করা হয়।