হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্যের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে বিজিবির এক নায়েক সুবেদারের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিজিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় সীমান্তের ৪৯-৪৮ পিলারের মাঝখানে ভাল্লুকখাইয়া মৌজার বামহাতির ছড়ার বটতলী এলাকায় বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটে।

মৃত বিজিবি সদস্যের নাম সুবেদার আবদুল মান্নান। তিনি ১১ বিজিবি অধীনস্থ ভালুক খাইয়া বিওপির ক্যাম্প কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি-এর ভালুখাইয়া বিওপির কমান্ডার জেসিও নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট বিজিবির একটি নিয়মিত টহলদল টহলে অংশ নেন। তাঁরা বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার এবং সীমান্ত থেকে ১ কিলোমিটার দূরে বাম হাতিরছড়া নামক স্থানে যান। বিজিবি টহলদল ওইস্থানে একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩টি গরু জব্দ করেন। 

জব্দকৃত গরুসহ বিওপিতে ফেরত আসার পথে আনুমানিক রাত ৯টার দিকে হঠাৎ ৩টি বন্য হাতির আক্রমণের শিকার হন তাঁরা। এ সময় টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান টহলদলের অন্যান্য সদস্যদের নিরাপদ আশ্রয়ে পাঠাতে পারলেও নিজে নিরাপদ স্থানে সরে যেতে পারেননি। পরে বন্য হাতি পায়ের নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার ও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। 

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিগত কয়েক মাসে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান বৃদ্ধি পায় বাংলাদেশ সীমান্তের নানা পয়েন্টে। এ সব পয়েন্ট দিয়ে গরু, মহিষ, ছাগল বিদেশি মদ, সিগারেট, স্বর্ণ ও ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছিল। এ সব পাচার তৎপরতা বন্ধ করতে সম্প্রতি সীমান্তের ৪৫ থেকে ৫০ নম্বর পিলার জুড়ে ১১ বিজিবির কঠোর নজরদারি বাড়ায়। তবে এ এলাকায় নতুন করে হাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

হাতির হামলার পরপর বিজিবি অধিনায়কসহ কয়েক প্লাটুন বিজিবি সদস্য এবং স্থানীয় শতাধিক গ্রামবাসী তাঁকে রাত ১টা নাগাদ উদ্ধার করেছেন বলে জানান স্থানীয়রা। 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘ঘটনার কথা শুনেছি। তবে বিজিবি সদস্য মারা গেছেন করুণভাবে।’ 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ আজকের পত্রিকাকে বলেন, হাতির হামলায় তাঁর মুখের চিহ্ন বিকৃত হয়ে গেছে। কক্সবাজার সদর হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হয়েছে। এর পর তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা শুনেছি। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

নাইক্ষ্যংছড়ি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্য আহতের ঘটনা সঠিক। এ ঘটনা দুঃখজনক। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, বিষয়টি জেনেছি। 

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের