চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক নারীর করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জেবুনেচ্ছা বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্ত ওই নারীর বয়স ২৬ বছর। তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকার বাসিন্দা। ঠান্ডা, কাশি ও জ্বরের উপসর্গ নিয়ে দুই দিন আগে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনা শনাক্ত হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জেবুনেচ্ছা বলেন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে এক নারীর করোনা শনাক্ত হয়েছে। তবে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি। প্রয়োজনীয় লজিস্টিক পেলেই দ্রুত শুরু করা হবে।