হোম > সারা দেশ > কক্সবাজার

নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে তরুণীকে ভিডিও বার্তা, অবশেষে পুলিশের হাতে ধরা

কক্সবাজার প্রতিনিধি

ফেসবুকে পরিচয়ের সুবাদে তরুণীর সঙ্গে কথাবার্তা হয় তরুণের। এক সময় তরুণ মনে মনে তরুণীকে ভালবেসে ফেলে। বিষয়টি বুঝতে পেরে তরুণী যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ভিডিও বার্তা দিয়ে ‘আত্মহত্যার’ হুমকি দেয় তরুণ।

এমন গল্পের জন্ম দিয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন মো. আবিরুল ইসলাম প্রকাশ আলম (২২) নামে ওই তরুণ। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ দিককুল গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘দুইদিন আগে দেওয়া এই ভিডিও বার্তায় দেখা যায়, মাথায় সে একটি অস্ত্র ঠেকিয়ে রাখে। এটি পুলিশের নজরে আসলে পিস্তলটি আসল না নকল তা অনুসন্ধান চালানো হয়।

আজ (বৃহস্পতিবার) ভোরে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কাইছার হামিদের নেতৃত্বে পুলিশ ঝিলংজা দিককূল এলাকার শাহ মজিদিয়ার একটি দোকানে তল্লাশি করে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় ওই দোকান থেকে আলমকেও গ্রেপ্তার করা হয়।’ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির