হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

চোরাই গরুর মাংস বিক্রির অভিযোগে উপজেলা চেয়ারম্যানের ভাতিজা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাই গরুর মাংস বিক্রির অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা কায়কোবাদ। আজ সোমবার ভোররাতে পৌরশহরের বড় বাজারে চোরাই গরুর মাংস বিক্রির সময় পুলিশ তাঁকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সরকার।

স্থানীয়রা জানান, আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির ছোট কুড়িপাইকা গ্রামের মো. ফরিদ মিয়ার গরু রাতের আঁধারে চুরি করে জবাই করার পর মাংস পৌরশহরের বড় বাজারে বিক্রি করতে নিয়ে যায় কায়কোবাদ। এ সময় হাতেনাতে মাংসসহ ওই তাঁকে আটক করে আখাউড়া থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, কায়কোবাদ ওরফে কুব্বাদ কুড়িপাইকা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী।

কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মো. ফয়সাল মিয়া বলেন, রাত ৩টার সময় গরু গোয়ালঘর থেকে চুরি করে জবাই করে কায়কোবাদ এবং তাঁর আরও এক সহযোগী। গরুটির আনুমানিক দাম প্রায় ৯০ হাজার টাকা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সরকার বলেন, কায়কোবাদকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ