হোম > সারা দেশ > চাঁদপুর

ফখরুলদের কাছে যেকোনো কিছুই ফাঁদ মনে হয়: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আগে যেভাবে অবাধ ও নিরপেক্ষভাবে সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে এবারও সেভাবে হবে। মির্জা ফখরুলদের কাছে আসলে যে কোনো কিছুই ফাঁদ মনে হয়। এর কারণ হচ্ছে তাঁরা তো সুস্থ স্বাভাবিক রাজনীতির ধারায় নেই। তাঁরা সবার জন্য ফাঁদ পাততে পাততে যা কিছু দেখেন তাই ফাঁদ মনে করেন।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সরকারের একটি সদিচ্ছা সময়মতো নির্বাচন করার উদ্যোগ। বিএনপি যত দ্রুত সুস্থ রাজানীতির ধারায় ফিরে আসতে পারবে, সেটা তাঁদের জন্য এবং দেশের জন্য মঙ্গল।’

আজ সোমবার বিকেলে চাঁদপুর শহরের গণি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সব সময় উদ্বুদ্ধ করেন মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষের জন্য কাজ করতে। আমরা অতিমারির সময় দেখেছি কীভাবে আমাদের যুব ও ছাত্র নেতারা কাজ করেছেন। তাঁরা ওই সময় মানুষের ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দিয়েছেন। যুব সমাজের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকেও আমি স্বাগত জানাই।’

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ আওয়ামী লীগ, পৌর সভার প্যানেল মেয়র হেলাল হোসাইনসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর