হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর সুবর্ণচরে শিশু, নারীসহ ২৫ রোহিঙ্গা আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে ১২ শিশু ও ৮ জন নারীসহ ২৫ রোহিঙ্গাকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। পালিয়ে আসা রোহিঙ্গারা ভাসান চরের একাধিক ক্লাস্টারের বাসিন্দা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন—রশিদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো. নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮), সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), মো. ইলিয়াছ (৬ মাস), মো. জোবায়ের (২০), ফাতেমা (১৯), ছাদিয়া (৪), মো. জাবেদ (১), একরাম উল্যাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), মো. হাসান (৪), উম্মে কুলসুম (২০), ফাতেমা খাতুন (৫০)। 

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) এস. এম মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে ১২ জন শিশু ও আটজন নারী রয়েছে। কোস্টগার্ডের মাধ্যমে আজই তাঁদের ভাসানচরের ক্যাম্পের উদ্দেশে পাঠানো হবে। 

পুলিশ কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পের দালালের সহযোগিতায় ১২ শিশু ও ৮ জন নারীসহ ২৫ রোহিঙ্গা ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। যাত্রাপথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাঁদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়রা রোহিঙ্গাদের দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে পুলিশ হেফাজতে নিয়ে আসেন। 

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, আটককৃত রোহিঙ্গাদের চরজব্বর থানার পুলিশি হেফাজতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। কোস্টগার্ড সদস্যরা সুবর্ণচর এসে আটককৃতদের ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যাবেন। 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট