হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতায়িত হয়ে নিউটন দে (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁর বাড়িতে থাকা মোমবাতি কারখানায় এই ঘটনা ঘটে।

নিহত নিউটন দে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শান্তি পদ দের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তাঁর দুজন ছেলে সন্তান আছে। 

নিহতের ভাতিজা হিল্লোল দে জানান, আজ সকালে গ্রামের বাড়িতে অবস্থিত খাজা আজমির নামের মোমবাতি কারখানায় প্রবেশ করে সেখানে ঝুলে থাকা বৈদ্যুতিক তার হাত দিয়ে সারানো সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাঁর স্ত্রী জোরে চিৎকার দিলে আশপাশের সবাই ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি করে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের সদস্যরা সেটি মানতে পারছিল না। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরাও তাঁকে মৃত ঘোষণা করেন। 

পটিয়া থানা-পুলিশের উপপরিদর্শক সাহাবুদ্দিন আকন্দ জানান, নিউটন দে নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তাঁর মরদেহ চমেক হাসপাতালের মর্গে আছে। তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এখনো পাইনি। 

এ বিষয়ে পাচঁলাইশ থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি। শেষ হলেই আপনাদেরকে জানাব।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে