হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতায়িত হয়ে নিউটন দে (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁর বাড়িতে থাকা মোমবাতি কারখানায় এই ঘটনা ঘটে।

নিহত নিউটন দে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শান্তি পদ দের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তাঁর দুজন ছেলে সন্তান আছে। 

নিহতের ভাতিজা হিল্লোল দে জানান, আজ সকালে গ্রামের বাড়িতে অবস্থিত খাজা আজমির নামের মোমবাতি কারখানায় প্রবেশ করে সেখানে ঝুলে থাকা বৈদ্যুতিক তার হাত দিয়ে সারানো সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাঁর স্ত্রী জোরে চিৎকার দিলে আশপাশের সবাই ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি করে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের সদস্যরা সেটি মানতে পারছিল না। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরাও তাঁকে মৃত ঘোষণা করেন। 

পটিয়া থানা-পুলিশের উপপরিদর্শক সাহাবুদ্দিন আকন্দ জানান, নিউটন দে নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তাঁর মরদেহ চমেক হাসপাতালের মর্গে আছে। তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এখনো পাইনি। 

এ বিষয়ে পাচঁলাইশ থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি। শেষ হলেই আপনাদেরকে জানাব।’ 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল