হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে পাসপোর্ট দালাল চক্রের ১৭ জন আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র‍্যাব। আজ রোববার বিকেল থেকে রাত পর্যন্ত দুটি উপজেলার পৃথকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০টি পাসপোর্ট ও কাগজপত্র জব্দ করা হয়। 

আটকেরা হচ্ছেন, ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক আহম্মদ (৩৩), আনোয়ার হোসেন (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাহ উদ্দিন (৩৮), রাসেল আব্দুর রহিম (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাছির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট যোগসাজশে সাধারণ মানুষকে সহজে পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুত দিয়ে প্রতারণা করে আসছে। একই সঙ্গে এ চক্রের সদস্যরা মোট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এ সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট করতে গেলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল সদর ও বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ দালালকে আটক করে। 

র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আটক পাসপোর্ট দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে সুধারাম ও বেগমগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ চক্রের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ