হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় বিদেশি পিস্তল-গুলি জব্দ, ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. আজিজ (২২) এবং একই ক্যাম্পের এফ-১ ব্লকের মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও সি-২ ব্লকের বক্তার আহমদের ছেলে মোহাম্মদ এনাম (১৯)।

৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ৯ ক্যাম্পের এইচ/৫ ব্লকের লার্নিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে তিন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

মো. আমির জাফর বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী