হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকের মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হালিশহরে আট বছর আগে মাদকের মামলায় মো. ইসমাইল (৫৮) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন বড়পোল এলাকার বাসিন্দা। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

এই মামলায় মোট চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গ্রেপ্তারের পর আসামি হাজতে থাকলেও পরে জামিনে গিয়ে পলাতক আছেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ৩০ আগস্ট হালিশহর বড়পোলে কামাল কলোনির একটি বসতঘরে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইসমাইলকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

এ ঘটনায় অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক বজ্রলাল চাকমা বাদী হয়ে হালিশহর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক