হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকের মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হালিশহরে আট বছর আগে মাদকের মামলায় মো. ইসমাইল (৫৮) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন বড়পোল এলাকার বাসিন্দা। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

এই মামলায় মোট চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গ্রেপ্তারের পর আসামি হাজতে থাকলেও পরে জামিনে গিয়ে পলাতক আছেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ৩০ আগস্ট হালিশহর বড়পোলে কামাল কলোনির একটি বসতঘরে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইসমাইলকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

এ ঘটনায় অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক বজ্রলাল চাকমা বাদী হয়ে হালিশহর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান