হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকের মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হালিশহরে আট বছর আগে মাদকের মামলায় মো. ইসমাইল (৫৮) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন বড়পোল এলাকার বাসিন্দা। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

এই মামলায় মোট চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গ্রেপ্তারের পর আসামি হাজতে থাকলেও পরে জামিনে গিয়ে পলাতক আছেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ৩০ আগস্ট হালিশহর বড়পোলে কামাল কলোনির একটি বসতঘরে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইসমাইলকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

এ ঘটনায় অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক বজ্রলাল চাকমা বাদী হয়ে হালিশহর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির