হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদ্রাসার সীমানা প্রাচীরের পাশে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মাদ্রাসার ভেতরে সীমানা প্রাচীরের পাশ থেকে আরমান হোসেন (১০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় পাঁচলাইশ থানাধীন পিলখানা এলাকার আলী বিন আবী তালিব মাদ্রাসার ভেতর সীমানা প্রাচীরের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। 

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, আমাদের কাছে এই পর্যন্ত পাওয়া ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ, মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করছি, বাচ্চাটি কোনো কারণে ছাদে উঠেছিল। সেখান থেকে কোনো কারণে নিচে পড়ে মারা যায়। আমরা ঘটনাটি আরও খতিয়ে দেখছি। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মোখলেসুর রহমান বলেন, এই ঘটনায় একটি মামলা হবে। তবে তা নিহত শিক্ষার্থীর বাবা-মায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। 

তবে নিহত শিক্ষার্থীর বাবা আব্বাস উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে আরমান যখন বাসায় এসেছিল তখন সে মাদ্রাসায় ফিরে যেতে রাজি হয়নি। তাকে নাকি হুজুরেরা নির্যাতন করে।’ 

এর আগে গত শনিবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহ সুফি অছিয়র রহমান মাদ্রাসার ভেতর থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত