হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদ্রাসার সীমানা প্রাচীরের পাশে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মাদ্রাসার ভেতরে সীমানা প্রাচীরের পাশ থেকে আরমান হোসেন (১০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় পাঁচলাইশ থানাধীন পিলখানা এলাকার আলী বিন আবী তালিব মাদ্রাসার ভেতর সীমানা প্রাচীরের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। 

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, আমাদের কাছে এই পর্যন্ত পাওয়া ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ, মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করছি, বাচ্চাটি কোনো কারণে ছাদে উঠেছিল। সেখান থেকে কোনো কারণে নিচে পড়ে মারা যায়। আমরা ঘটনাটি আরও খতিয়ে দেখছি। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মোখলেসুর রহমান বলেন, এই ঘটনায় একটি মামলা হবে। তবে তা নিহত শিক্ষার্থীর বাবা-মায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। 

তবে নিহত শিক্ষার্থীর বাবা আব্বাস উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে আরমান যখন বাসায় এসেছিল তখন সে মাদ্রাসায় ফিরে যেতে রাজি হয়নি। তাকে নাকি হুজুরেরা নির্যাতন করে।’ 

এর আগে গত শনিবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহ সুফি অছিয়র রহমান মাদ্রাসার ভেতর থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের