চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বড় ধরনের ক্ষতি হয়নি।
আজ শুক্রবার মইজ্জারটেক এলাকায় সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। অয়েল মিলের একটি ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত একটি গুদামে আগুন লাগে বলে ফায়াস সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ওই ভবনের ১০ ফুট দূরত্বেই রয়েছে তেলের মজুত। আগুন নিয়ন্ত্রণে কাজ করে কর্ণফুলী, লামার বাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘মইজ্জারটেকের এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করে। আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুত ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা যেত না। এতে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।’
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার কথাও জানান তিনি। তবে আগুনের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। কোনো হতাহত নেই। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে বলে জানান তিনি।