হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এস আলম অয়েল কারখানায় আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বড় ধরনের ক্ষতি হয়নি। 

আজ শুক্রবার মইজ্জারটেক এলাকায় সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। অয়েল মিলের একটি ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত একটি গুদামে আগুন লাগে বলে ফায়াস সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

ওই ভবনের ১০ ফুট দূরত্বেই রয়েছে তেলের মজুত। আগুন নিয়ন্ত্রণে কাজ করে কর্ণফুলী, লামার বাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন,   ‘মইজ্জারটেকের এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করে। আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুত ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা যেত না। এতে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।’ 

এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার কথাও জানান তিনি। তবে আগুনের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। কোনো হতাহত নেই। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে বলে জানান তিনি। 

গত ৪ মার্চ বিকেল ৪টার দিকে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির কারখানার গুদামে আগুন লাগে। প্রায় ৭০ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সুগার মিলের পোড়া রাসায়নিক বর্জ্য কর্ণফুলী নদীতে পড়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। কর্ণফুলী নদীর পানিতে বিষাক্ত কেমিক্যাল মিশে মরে ভেসে ওঠে হাজার হাজার মাছ।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত