হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি দেশীয় অস্ত্র ও কার্তুজসহ জামাল উদ্দিন (২৯) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট কেমিক্যাল কমপ্লেক্সের গেট এলাকায় অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জামাল উদ্দিন একই ইউনিয়নের উত্তর দাড়ালিয়াপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে মহাসড়কে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতির বিষয়টি জানতে পারি। পরে শুকলালহাটের কেমিক্যাল কমপ্লেক্স গেট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে ডাকাতের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে জামাল উদ্দিনকে আটক করা হয়েছে। আটকের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান ও চারটি কার্তুজ জব্দ করা হয়। 

উপপরিদর্শক আরও বলেন, আজ সকালে অস্ত্র আইনে মামলা দায়েরের পর জামাল উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগেও জামাল নামে থানায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। তিনি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি। 

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা