হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি দেশীয় অস্ত্র ও কার্তুজসহ জামাল উদ্দিন (২৯) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট কেমিক্যাল কমপ্লেক্সের গেট এলাকায় অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জামাল উদ্দিন একই ইউনিয়নের উত্তর দাড়ালিয়াপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে মহাসড়কে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতির বিষয়টি জানতে পারি। পরে শুকলালহাটের কেমিক্যাল কমপ্লেক্স গেট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে ডাকাতের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে জামাল উদ্দিনকে আটক করা হয়েছে। আটকের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান ও চারটি কার্তুজ জব্দ করা হয়। 

উপপরিদর্শক আরও বলেন, আজ সকালে অস্ত্র আইনে মামলা দায়েরের পর জামাল উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগেও জামাল নামে থানায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। তিনি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু