চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেলিজের পতাকাবাহী ‘এমটি আরহাইন’ নামের একটি ট্যাংকার জাহাজের সঙ্গে পানামার পতাকাবাহী ‘ইয়ং ইউয়ে-১১’ নামের একটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষ হয়।
বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে কনটেইনারবাহী জাহাজের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ট্যাংকার জাহাজটি নোঙর করা ছিল। সংঘর্ষে এমটি আরহাইনের নোঙর কেব্লের সঙ্গে ইয়ং ইউয়ে-১১-এর প্রোপেলার (জাহাজের পেছনের ফ্যান) আটকে যায়। এতে কনটেইনারবাহী জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঘটনার পরপর ক্ষতিগ্রস্ত জাহাজটি উদ্ধার করতে কান্ডারি ১০, কান্ডারি ৪, বি এল ভি লুসাই ও পাইলট ভেসেল নামের চারটি শক্তিশালী টাগবোট পাঠানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে কনটেইনারবাহী জাহাজটির প্রোপেলারে আটকে থাকা কেব্ল ছাড়িয়ে সেটাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।