হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদাবাজি মামলার সাক্ষী দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) 

চাঁদাবাজি মামলার সাক্ষী দেওয়ায় রাঙ্গুনিয়ায় আবদুল খালেক (৩৮) নামের এক ব্যবসায়ীকে দল বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। লাঠিসোঁটা ও রড দিয়ে অমানবিকভাবে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গুরুতর আহত ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ সোমবার সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট এলাকায় দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল খালেক হাত, পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর বাড়ি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাজাভুবন এলাকায়। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে। 
 
আহতের স্বজনের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম সিকদারের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলায় আদালতে সাক্ষী দেওয়ার অপরাধে সালাম সিকদার সাঙ্গপাঙ্গদের নিয়ে এই হামলা চালান। 

জানা যায়, আবদুল খালেককে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখার পর স্বজনরা এসে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা করবেন বলে জানিয়েছেন আহত আবদুল খালেকের চাচাতো ভাই মুসলিম সিকদার। তিনি রাজাভুবন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 
 
মুসলিম সিকদার বলেন, “আবদুল খালেক যুবলীগের কর্মী। তিনি দুপুর ১টার দিকে রাজার হাট যুবলীগ অফিস থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম সিকদার, ফারুক, জাহাঙ্গীর, হারুন, ফোরকান, হাবীবসহ ১২ থেকে ১৩ জন লোক দেশীয় ধারালো অস্ত্র, রড ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করেন। গত বছর চাঁদাবাজির কারণে ইউপি সদস্য সালাম সিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে আমি একটা মামলা করি। সেই মামলার সাক্ষী ছিলেন আবদুল খালেক। এর জের ধরে সালাম সিকদার সাঙ্গপাঙ্গদের নিয়ে আজ খালেককে মারধর করেন। 

অভিযুক্ত দক্ষিণ রাজানগর ইউপি সদস্য আবদুস সালাম সিকদারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। তাঁকে এ বিষয়ে জানতে এসএমএস পাঠানো হলেও তিনি সাড়া দেননি। 

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। আহত যুবকের চিকিৎসা চলছে। পরিবার থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ