হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে আজ মানুষের কোনো অধিকার নেই: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্য, আজকে এ দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রহীন হয়ে পড়েছে। এই দেশে আজ মানুষের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই। সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।’ 
 
আজ শুক্রবার বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতিসভায় তিনি এ কথা বলেন। 

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কিন্তু সরকার তাঁকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা মানবতাবিরোধী অপরাধ এবং অমানবিক। বেগম খালেদা জিয়ার চিকিৎসার মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’ 

প্রস্তুতিসভায় মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ১৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ৩টায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা, ১৫ ডিসেম্বর বুধবার বেলা ৩টায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের আলোচনাসভা, ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র‍্যালি। এ ছাড়া ১৬ ডিসেম্বর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। 

সভায় মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার বাংলাদেশকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের এই ভয়াবহ অবস্থা থেকে জাতিকে বের করে আনতে হবে। আমাদের তৈরি হতে হবে। রাজপথে আমাদের বীর সৈনিকেরা যেভাবে অসম্ভবকে সম্ভব করেছিলেন, যেভাবে সব অন্যায়কে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, আজকে আমাদের সেভাবে এগোতে হবে। দেশনেত্রীকে মুক্ত করে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’ 

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি