হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তবে ছবিটি কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি।

সেই ছবিতে দেখা গেছে, উপজেলার চর মার্টিন ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক মুন্সি (৪০) ইয়াবা সেবন করছেন। উদোম শরীরে শর্ট প্যান্ট পরে টেবিল সামনে রেখে চেয়ারে বসে মাদক সেবন করছেন তিনি। সামনে টেবিলে গ্যাস লাইট, সিগারেট, ফয়েল পেপার, একটি বোতলে লাল কিছু দেখা যায়।

স্থানীয় জনপ্রতিনিধির ইয়াবা সেবনের এই ছবি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তাদের অভিযোগ, ফারুক মেম্বার নিয়মিত মাদক সেবন করে থাকেন। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে ওমর ফারুক মুন্সি বলেন, এটা তাঁরই ছবি। কয়েকজন বন্ধু তাঁর বাসায় একদিন ইয়াবা সেবন করেন। সেদিন জোর করে তাঁকেও ইয়াবা সেবন করানো হয়। তবে এই ছবি ছড়িয়ে পড়ার পেছনে প্রতিপক্ষের ষড়যন্ত্র দেখছেন ফারুক। তিনি বলেন, তাঁকে সামাজিকভাবে হেয় করতেই এই ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। মেম্বার হওয়ার পর তিনি ভালো হয়ে গেছেন।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ফারুকের স্ত্রী গত ২৫ ফেব্রুয়ারি তাঁকে ডিভোর্স দিয়েছেন। এ বিষয়ে তাঁর স্ত্রী কাঁকন আক্তার বলেন, ‘তাঁর সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। ২৫ তারিখ থেকে থেকে আলাদা আছি। তাঁর বিষয়ে আর কিছু বলতে চাই না।’

এ বিষয়ে চর মার্টিন ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় তাঁর নিজেরই।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন, মেম্বারের কাছে মাদক পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ইউপি সদস্যের মাদক সেবনের ছবি তিনি এখনো দেখেননি। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার